ধামরাইয়ে বণার্ঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে বাংলা নব বর্ষবরন উৎসব ১৪৩২ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল নটায় ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বণ্যঢ্য এক আনন্দ শোভা যাত্রা বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহাম্মেদ অনীক এর নের্র্তৃতে। নববর্ষের এই দিনে ধামরাইয়ে উৎসব আমেজ বিরাজ করছে। মানুষের মাঝে উসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।নতুন সাজে সকলেই উৎসবেব অংশ গ্রহন করেছে শিশু কিশোর ও সকল বয়সের মানুষ।দুদিন ব্যাপী এ অনুষ্ঠানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে।
এ মঙ্গল শোভা যাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিল্পী সাংবাদিক স্থানীয় বিশিষ্ট জন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেছেন।
সকাল নটায় ্আনন্দ শোভা যাত্রাটি উপজেলা অফিস চত্তর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভা যাত্রাটি উপজেলা চত্তরে এসে শেষ করে।
এর পর সকাল দশটায় উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহাম্মেদ অনীক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ধ্রুব ও দোয়েল শিল্পী গোণ্ঠীর শিল্পী ও অন্যান্য শিল্পীরা নৃত্য, সংগীত পরিবেশন করে।
(ডিসিপি/এএস/এপ্রিল ১৫, ২০২৫)