সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ অনুষ্ঠানের। পহেলা বৈশাখের এই আয়োজনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী আয়োজনে ছিল নানা আয়োজন, ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো, আক্তার হোসেন। আয়োজনে ছিলেন বিদ্যালয় এর পরিচালক দেলোয়ার হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, পীর মোহাম্মদ, খায়রুল আলম, অধ্যক্ষ মোঃ মনসুর, রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, এবং আরো উপস্থিত ছিলেন আজিজুর রহমান মেম্বার, জিয়াউর রহমান, নাসির উদ্দিন, গাজী সুমন, মোস্তফা মাস্টার, আব্দুল মজিদ মোল্লা, সাইদুর রহমান ও সাহিদুল ইসলাম।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল বর্ণিল সাজে সজ্জিত। পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি, খই, জিলাপি, উখড়া, তরমুজসহ নানা রকম দেশীয় খাবারের আয়োজন ছিল অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি মো, আক্তার হোসেন বলেন,আমাদের শিক্ষার্থীদের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা এবং ঐতিহ্যগত মূল্যবোধ সৃষ্টি করতেই এ আয়োজন। এমন আয়োজনে তারা আনন্দের পাশাপাশি শিখতেও পারে। বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি সফল করতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনটির প্রত্যেকটি মুহূর্ত ছিল আনন্দ, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা।
(এসএএইচবি/এএস/এপ্রিল ১৫, ২০২৫)