পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার লীড শিশু-কিশোর সংগঠন ষড়ঋতু জগদল আয়োজিত নবনবর্ষ উৎযাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে এক ঘুড়ি উৎসব ১৪ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়েছে।

জগদল দ্বি মুখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ।সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা ও দায়রাজজ জজ আদালত এর পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট আদম সুফি,পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান প্রমুখ।গ্রাম শহরের শতাধিক শিশু কিশোররা এই উৎসবে অংশ গ্রহণ।

দিনব্যাপী উৎসবে হাজারো নারী পুরুষের সমাগম ঘটে।পরিচালিত হয় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, রুমাল চুরি,গুটিগোল্লা ও মা বলেছেন।পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

(এআর/এএস/এপ্রিল ১৫, ২০২৫)