ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় বিভিন্ন স্তরে সকালে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিদের নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নের্তৃত্ব দেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহম্মেদ।
পরে জয়নাল আবেদীন পার্কে নববর্ষের বৈশাখী মেলা উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোঃমুফিদুল আলম তার সঙ্গে ছিলেন। এরপর বৈশাখী মঞ্চে এক মতবিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনিষ্টিত হয়।
বিকালে স্থানীয় সার্কিট হাউজ মাঠে সকল বয়সী মানুষের মাঝে ঘুড়ি উড়ানোর আয়োজন নজর কারে সকল বিনোদন ভোগীদের। এক ঘণ্টাব্যাপী চলে ঘুড়ি উড়ানোর উৎসব, পরে বিজয়ী তিন জনকে দেওয়া হয় পুরস্কার।
এরপর জেলা প্রশাসন এবং পেশাজীবি সাংবাদিকদের মাঝে রশি টানাটানি আয়োজন করেন জেলা প্রশাসন। স্থানী শত শত জনগণ এই রশি টানাটানি খেলা উপভোগ করেন। এই খেলায় জেলা প্রশাসন বিজয়ী হন। এবং বিজয়ী ও বিজীতা দুপক্ষই খৈ, বাতাসা নিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃমোখতার আহম্মেদ। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, নিপিড়নের পরে আজ খোলা আকাশে নীচে মানুষ নুতন বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ। প্রাণখুলে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এটা বাঙ্গালীর জন্য অত্যান্ত গর্বের। আজ নুতন বাংলাদেশে এই প্রথম বারের মত প্রাণখুলে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। তিনি ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে নিজ নিজ ধর্মঅনুযায়ী নববর্ষ উদযাপনের আহবান জানান।
এ সময় জেলা প্রশাসক মোঃমুফিদুল আলম, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, এডিসি মোঃ সালেহীন আহম্মেদ, এডিসি শিক্ষা মিসেস লুৎফর নাহার, বিভাগীয় কমিশনার এর ব্যাক্তিগত সহকারী ইবনে মিজান, নির্বাহী মেজিষ্টেট শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন প্রমুখ।
(এনআরকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)