নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ নান্দাইল উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ ১ লা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়। এতে উপজেলা নিরনির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃফয়জুর রহমান এবং নান্দাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ছাড়াও উপিজেলা বিএনপি এবং জামায়াত ইসলামের নের্তৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় খেলা ধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ মুক্ত নুতন বাংলাদেশে এবাই প্রানখুলে বিভিন্ন মতভেদ ও বিভিন্ন জাতিগোষ্ঠী নিজ নিজ সমাজ ব্যাবস্থায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে মনখুলে ১ লা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করছে। তিনি কোন ভাবেই আর যেন ফ্যাসিবাদের দোষররা বাংলার মাটিতে দুরভিসন্ধিমূলক জাতিগত বিভেদ সৃষ্টি না করতে পারে সবাই কে সে ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।
(এনআরকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)