পাংশায় আড়ম্বরে বিএনপির পহেলা বৈশাখ উদযাপন

একে আজাদ, রাজবাড়ী : সারাদেশের মত রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। সকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভা চত্বরে পান্তা ইলিশ খাওয়া, গ্রামীণ খেলাধুলা, নারীদের বালিশ খেলা, লাঠি খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
পরে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে শত শত মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পৌর চত্বরে দিনব্যাপী লোকজ মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।
বিকালে উপজেলা কৃষি ফার্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসাবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
এছাড়াও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপি সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমীন, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ সরদার, পাংশা উপজেলা ছাত্র দলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি রাশিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(একে/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)