তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : যৌথ বাহিনী গোপালগঞ্জে অভিযান চালিয়ে যশোর থেকে অপহৃত এক যুবককে  উদ্ধার করেছে। এসময় অপহরনকারীকেও  আটক করা হয়। অপহরণকারী মেয়ে পরিচয়ে কৌশলে ওই যুবককে অপহরণ করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। 

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে অপহৃত ওই ব্যক্তিকে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের সার গোডাউনের পেছনে থেকে যৌথ বাহিনী তাকে উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে অপহৃত যুবক মোঃ আবু সুফিয়ানকে (২৯) উদ্ধার করে।

উদ্ধারকৃত মোঃ আবু সুফিয়ান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ রোমান মোল্লা (২১) নামে একজন অপহরণকারীকে আটক করে। রোমান গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। রোমান মোল্লা মেয়ে পরিচয়ে মোবাইলে মোঃ আবু সুফিয়ানের সাথে সম্পর্ক গড়ে তোলো। পরে তাকে কৌশলে ১১ এপ্রিল রোমান তার গোবরা গ্রামের বাড়িতে নিয়ে আসে।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। তদের সংঘবদ্ধ এ চক্রটি ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও রোমান স্বীকার করেছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)