হাতি-ঘোড়া নিয়ে ঈশ্বরদীতে বর্ষবরণ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে হাতি, ঘোড়া ও গরুরগাড়ি সাজিয়ে নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণের ‘আনন্দ শোভাযাত্রা’য়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণকালের বর্ণিল এই আনন্দ শোভাযাত্রার আয়োজেন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে সোমবার সকাল ৮টায় শোভাযাত্রা শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয় সকাল সাড়ে ৯টায়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভা, বিএনপি’র শীর্ষস্থানীয় নের্তৃবর্গসহ নেতা-কর্মী, শিল্প ও বণিক সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল সাজে সাজানো হাতি। এছাড়াও ঘোড়া ও গরুরগাড়ি, ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ। শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের প্রকৌশলী এনামুল হক, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে পান্তা উৎসবে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
(এসকেকে/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)