প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরর নগরকান্দায় পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে উপজেলায় শোভাযাত্রা, চিত্রাঙ্কন, লাঠি খেলা, কাবাডি খেলা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নিবার্হী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ্ সহ সরকারি,বেসরকারি ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এ দিনটি পালন করেন।

উৎসবকে কেন্দ্র করে পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মুকুল তার আয়োজনে "হাসি মুখে নববর্ষ"। এক ব্যতিক্রমী ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এবং শিক্ষার্থীদের মাঝে আবহমান বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি অনুপ্রেরণায় এগিয়ে নেয়া এ এক পহেলা বৈশাখ বরণের অপরূপ দৃশ্য।

(পিবি/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)