বৈশাখ এলো

মোহাম্মদ সিরাজ আল মাসুদ
তুমিতো আসো পুরুষ বেশে
দিগম্বর করো ধরনী,
বছরে একবার এসে
ক্ষত-বিক্ষত করো আমার বাংলা রমণী।
ক্লান্তির ডালা ছুড়ে ফেলো
গাও দূঃখ ভুলার গান,
নতুন ডালায় রঙ মেখে
আমরা অপেক্ষমান।
এসো হে বৈশাখ
মুছে দাও ক্ষত,
বিগত দিনের দুঃখ ব্যথা
অব্যক্ত আছে যত।
নতুন সাজে সজ্জিত মোঠোপথ
মিঠাই মন্ডার মেলা,
তুমি এলেই তড়িৎ গতি
কখন কেটে যায় যে বেলা।
কঁচি আমের ভর্তা করে
কাঁচা মরিচের ঝালে,
কিশোরীর দুচোখ ছাপিয়ে জল
বৈশাখীর মায়াজালে।
নতুন পাড়ের শাড়িতে প্রিয়
আলতা রাঙা পায়,
বৈশাখ এলো
উড়ছে আঁচল
তারে ধরা নাহি যায়।
বৈশাখ এলো
মোহাম্মদ সিরাজ আল মাসুদ
তুমিতো আসো পুরুষ বেশে
দিগম্বর করো ধরনী,
বছরে একবার এসে
ক্ষত-বিক্ষত করো আমার বাংলা রমণী।
ক্লান্তির ডালা ছুড়ে ফেলো
গাও দূঃখ ভুলার গান,
নতুন ডালায় রঙ মেখে
আমরা অপেক্ষমান।
এসো হে বৈশাখ
মুছে দাও ক্ষত,
বিগত দিনের দূঃখ ব্যাথা অব্যক্ত আছে যত।
নতুন সাজে সজ্জিত মোঠোপথ
মিঠাই মন্ডার মেলা,
তুমি এলেই তড়িৎ গতি
কখন কেটে যায় যে বেলা।
কঁচি আমের ভর্তা করে
কাঁচা মরিচের ঝালে,
কিশোরীর দুচোখ ছাপিয়ে জল
বৈশাখীর মায়াজালে।
নতুন পাড়ের শাড়িতে প্রিয়
আলতা রাঙা পায়,
বৈশাখ এলো
উড়ছে আঁচল
তারে ধরা নাহি যায়।