মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার পেল ৫০ শিশু-কিশোর। গতকাল শনিবার আসরের নামাজের পর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদে তাদের পুরস্কার দেওয়া হয়।

সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মানের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়ে খুশি শিশু-কিশোররা। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুসুল্লিরা।
একটানা ৪০ দিন শিশু-কিশোররা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে পুরস্কার দেওয়ার ঘোষণায় মসজিদে বাড়তে থাকে উপস্থিতি। এখন নিয়মিতই বড়দের সঙ্গে মসজিদে নামাজ আদায় করে শিশু-কিশোররা।

আসরের নামাজ শেষে ৫০ জন শিশু-কিশোরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয় পুরস্কার।
প্রথম ক্যাটাগরিতে ছিল যারা এই ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। তাদের ১টি করে ছাতা, ১টি করে টুপি ও ১টি করে সাবান পুরস্কার দেওয়া হয়। যারা প্রতিদিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেনি, তাদের পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে ভাগ করে ১টি করে হাতঘড়ি ও একটি করে সাবান দেওয়া হয়। উপহার পেয়ে খুশি তারা। সারা জীবন নামাজ ও ভালো কাজের সঙ্গে থাকার কথা জানায় পুরস্কার বিজয়ীরা।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা সোলায়মান জানান, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়াতে এবং শিশু-কিশোরদের মসজিদমুখী করার জন্যই এ উদ্যোগ। ফলে মসজিদে বেড়েছে শিশু-কিশোরদের সংখ্যা। পরবর্তী সময়ে বিভিন্ন মসজিদেও এমন উদ্যোগ নেওয়া হবে।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন জানান, খুবই ভালো একটি উদ্যোগ এটি। ছোটবেলা থেকেই মসজিদে নামাজের আগ্রহ বাড়ছে তাদের। এ উদ্যোগ জেলাব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করা হবে।

(এসএম/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)