সাতক্ষীরায় বারি লাউ-৪ এর বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠ দিবস পালিত
.jpg)
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বারি লাউ-৪ এর বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনের ওপর কৃষকদের মাঠদিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে এই আয়োজন করা হয়।
মাঠ দিবসে সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার। এছাড়া শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসা ১২০ জন কৃষক মাঠদিবসে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার বলেন, বারি লাউ-৪ সারাবছর উৎপাদন করা যায় এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশী। বিঘাপ্রতি প্রায় ২০০ মন বারি লাউ উৎপাদন হয়। কৃষকরা এই লাউ চাষে এগিয়ে এলে প্রচুর লাভবান হবেন। কৃষি গবেষণা কেন্দ্রে বারি লাউ-৪ চাষ করা হচ্ছে শুধুমাত্র বীজ উৎপাদনের জন্য। এই বীজ কৃষকদের মাঝে বিতরন করে বীজের চাহিদা পূরন করা হবে।
সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল বলেন, আমরা নিজস্ব মাঠে বারি লাউ-৪ এর বীজ উৎপাদন কর্মসূচি গ্রহন করেছি। এখানে অল্প জায়গাতেই প্রায় ৬০০টি লাউ উৎপাদন হয়েছে। কিভাবে এই লাউ উৎপাদন করতে হয় তা আমরা কৃষকদের শিখিয়ে দিচ্ছি। কৃষকরা এখানে এসে লাউ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। এছাড়া এই লাউ কৃষকদের মাঝে বন্টন করা হবে। সেখান থেকে তারা বীজ সংগ্রহ করেও চাষ করতে পারবে।
এ বিষয়ে কৃষকরা জানান, বারি লাউ তারা আগেও চাষ করেছেন। এর উৎপাদন হয় ভালো। কৃষি গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে এই লাউয়ের বিস্তার ঘটানো যায়। এতে কৃষক এবং ক্রেতা উভয়েই লাভবান হবেন।
(আরকে/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)