সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু যুবকের নাম মিনহাজ বলে জানা গেছে। তিনি হাঁসরাজ গ্ৰামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত (১২ এপ্রিল) শনিবার বেলা ১২টায় উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত দবির হোসেন মন্ডলের ছেলে মধুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিঠুর ট্রাক্টরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, ট্রাক্টরের ড্রাইভার ছিলো বেড়াডাঙা গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাব্বির (১৫)। ড্রাইভার পাকুল্লার নিশ্চিন্তপুর থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে হরিখালি আসার পথে হাঁসরাজ এলাকায় নিজ বাড়ীর সামনে রাস্তায় বসে ছিলেন ছোট ভাই মিনহাজ। ড্রাইভার চলন্ত ট্রাক্টরটি মিনহাজের গায়ের উপর তুলে দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সার্টিফিকেট (আর টি এ) সনদ মেডিকেল থেকে নিয়ে তারপর দাফন কার্য সম্পাদন করতে বললে তাতে মৃত ব্যক্তির পরিবার অসম্মতি জানান। মৃত ব্যক্তির পরিবার বলেন কোন অবস্থাতেই মৃত দেহ কোথাও নিয়ে যেতে দিবোনা।এসময় স্থানীয় জনতা ও মৃত ব্যক্তির পরিবার সহ ট্রাক্টর মালিক মিঠুর লোকজন থানা পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনার বিষয় নিয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী'র কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, যারা আইনের কাজে বাধা দিয়েছে ও পুলিশের প্রতি আক্রমনাত্বক মনভাব দেখিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
(বিএস/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)