চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি একটি পিস্তলসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
রবিবার সন্ধ্যায় পৌর এলাকার নতুন আলিডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রনি (২১)।
রনি শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙ্গা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ রনিকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বলেন, আটক যুবককে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় সোপর্দ করে একটির মামলা দায়ের করা হবে।
(ওএস/অ/ডিসেম্বর ০৮, ২০১৪)