ভুটানের উদ্দেশে দেশ ছাড়লেন আরও ৫ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক : ভুটানের ফুটবল লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার অংশ নেবেন, এটি সবারই জানা। আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিতে গেল ৬ এপ্রিলই থিম্পু চলে গেছেন পারো এফসিতে নাম লেখানো চার ফুটবলার- সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
আজ রবিবার ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়লেন আরও ৫ জন- সানজিদা আক্তার, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার।
সানজিদা-মাসুরাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারেরও। তবে সময়মতো ওয়ার্ক পারমিট না পাওয়ায় থিম্পু যাওয়া বিলম্ব হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এ ফরোয়ার্ডের। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে কৃষ্ণার।
মাসুরা পারভীন ও রূপনা চাকমার সঙ্গে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবে খেলার কথা রয়েছে কৃষ্ণার। থিম্পু সিটি এফসিতে খেলবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
ভুটানের লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ নতুন রেকর্ডও। আগে কখনো এক সাথে এত বেশি নারী ফুটবলার দেশের বাইরে খেলতে যাননি।
(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৫)