ধামরাইয়ে সাংবাদিকের বাসা লুটের ঘটনায় এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ

দীপক চন্দ্র পাল, ধামরাই : বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢাকার ধামরাই থানা সংলগ্ন কালের কন্ঠের সাংবাদিক আবু হাসানের বাসায় ঢুকে ছেলেকে অজ্ঞান করে ২ লাখ ২৫ হাজার টাকা লুটে নেওয়ার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এক মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি আসামিদের সনাক্ত করতে রাস্তা সংলগ্ন আশেপাশে বাসা বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেনি পুলিশ। এরপরও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ১৬ মার্চ দুপুরে বোরকা পরা দুই মহিলা, তাদের সঙ্গে থাকা এক বাচ্চা ও এক যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে সাংবাদিকের বাসায় ঢুকে। এরপর বাসায় অবস্থান করা সাংবাদিক আবু হাসানের ছেলে তানভীরের মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে।
এরপর ওই দুর্বৃত্তরা ভবনের ভেতরের পাঁচটি কক্ষে ঢুকে জিনিসপত্র তছনছ করে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই (১৬ মার্চ) অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেন সাংবাদিক আবু হাসান। ক্ষোভের সঙ্গে তিনি জানান, প্রায় এক মাস পার হলেও পুলিশ লুন্ঠিত টাকা উদ্ধার বা আসামিদের কাউকে গ্রেপ্তারের চেষ্টা করছে না।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তার ও সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন,আমি এখনই ওসিকে বলে দিচ্ছি যাতে দ্রত ব্যবস্থা নেওয়া হয়।
(ডিসিপি/এএস/এপ্রিল ১২, ২০২৫)