বিনোদন ডেস্ক : সারা বছর বিদেশি সিনেমাই বেশি চলে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে। ঈদের মতো বড় উৎসব কিংবা নতুন বাংলা সিনেমা মুক্তির সময় তাদের প্রেক্ষাগৃহে দেখানো হয় সেসব। ঈদের মতো বড় উৎসবে নতুন বাংলা সিনেমাগুলোর পাশাপাশি বিদেশি, বিশেষ করে হলিউডের সিনেমাও চালায় তারা। এ বছর ঘটলো ব্যতিক্রম ঘটনা। বাংলা সিনেমার দর্শকের চাপে হলিউডের সিনেমার প্রদর্শনী বন্ধ করলো স্টার সিনেপ্লেক্ষ।

গতকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা। স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পায় দেশীয় ছয় সিনেমা ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’। এ সিনেমাগুলোর সঙ্গে দেখানো হচ্ছিলো হলিউডের ছবি ‘মুফাসা’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। কিন্তু দেশী সিনেমাগুলোর চাহিদা বেশি থাকায় হলিউডের ছবি দুটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে নতুন সবগুলো সিনেমা দেখানো হচ্ছিল। তবে এ সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে কেবল চারটি ছবি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর’। দর্শকের আগ্রহ কম থাকায় ‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’র প্রদর্শনী বন্ধ করা হয়। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে মুক্তির ১৪ দিন পর আজও টিকিটের সংকট দেখা গেছে। এ ছাড়া সিনেমার প্রায় সব শো চলছে হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক। অনলাইন থেকে কাউন্টার, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে টিকিট। ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে টিকিট কেটে রাখছেন।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশি ছবির পাশাপাশি আমরা হলিউডের দুটি ছবি “মুফাসা” ও “ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড” চালাচ্ছিলাম। বাংলা সিনেমায় দর্শকের চাপ রয়েছে। তাই বাংলাদেশের সিনেমাকেই এখন অগ্রাধিকার দিচ্ছি, শো বাড়িয়েছি। দর্শকদের সাড়া আমাদের অভিভূত করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে, হলিউডের ছবি সরিয়ে দেশী ছবির শো বাড়ানোর পর দর্শক চাপ আরও বাড়বে।’

বাংলাদেশি সিনেমার এমন দিনের অপেক্ষায় ছিলেন সিনেমার প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা। হলিউডের ছবি নামিয়ে দেশী ছবিকে অগ্রাধিকার দেওয়ায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক-পরিচালকেরা। তাদের প্রত্যাশা, প্রদর্শনী বাড়ালে দর্শক আরও বাড়বে, যা বাংলা সিনেমার জন্য সুদিন বয়ে আনবে।

(ওএস/এএস/এপ্রিল ১২, ২০২৫)