গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে রাস্তার পার্শবর্তী ঝোপঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার পাশের ঝোপঝাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে জানায়। আমি সাথে সাথে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরাতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাত মরদেহের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা ।
(টিবি/এএস/এপ্রিল ১২, ২০২৫)