লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলায় নির্বাচন অফিসার লাঞ্ছিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত ও তার মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগ উঠেছে নাজমুল হাসান বিপু ও সালমান হাসান নয়ন নামে দুই যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এই ঘটনা ঘটে।
নাজমুল হাসান বিপু বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নুর ভাগ্নে। তার বাড়ি বালিয়াকান্দি শহরের শেখপাড়া গ্রামে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ছবি তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে থাকলেও অভিযুক্তরা নিয়ম না মেনে সরাসরি ঢুকে ছবি তুলতে চায়। এ সময় তিনি নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে অফিসারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর করেন। পরে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।
এ বিষয়ে নাজমুল হাসান বিপু জানান, তাদের কাগজে ভুল থাকায় একবার ফেরত যেতে হয়েছিল। দ্বিতীয়বার গেলে নির্বাচন অফিসার ছবি তুলতে বাধা দেন। তারা অফিসারকে মারধর এবং তার মোবাইল ফোন ভাঙচুর করেননি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। এছাড়াও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন।
(একে/এসপি/এপ্রিল ১১, ২০২৫)