স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে রূপান্তর আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টাই পঞ্চগড় কালেক্টরেট স্কুল হল রুমে অনুষ্ঠিত স্টাইকে সভাপতিত্ব করেন ইভেন্ট সভাপতি  আব্দুলাহ আল সাউদ।

প্রসেনজিৎ পাল বিশাল সঞ্চালিত ইভেন্টের শুরুতে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালেক্টর চত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্কুল হলরুমে একত্রিত হয়। পরে অনুষ্ঠিত এক কর্মশালায় মাধ্যমে সচেতনতামূলক আলোচনা হয়।

আলোচনায় জানানো হয়, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ২৫ হাজার বর্গ মাইল এলাকা প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিশ্বে প্রতিবছর বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে বিষয়টি বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ভয়ংকর ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

আলোচকরা এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে কৃষি, পানি সংকট, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, এবং মানুষের জীবনযাত্রায় বিপর্যয় ঘটছে। এ বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব নেতাদের তাগিদ দেওয়া হয়েছে।

আয়োজকরা আজকের অনুষ্ঠান মধ্য দিয়ে বিশ্ব নেতাদের জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করারই আহ্বান জানান। স্ট্রাইকটির মূল স্লোগান ছিল 'Don't sell our future' (আমাদের ভবিষ্যৎ বিক্রি করবেন না)। স্বপ্নপুরণ এবং উত্তরণ নামক দুটি সংগঠন এই স্ট্রাইকটির সহযোগী সংগঠন হিসেবে উপস্থিত ছিলো।

(আরএআর/এসপি/এপ্রিল ১১, ২০২৫)