স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৮টি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। যার মধ্যে দীপু মনির ১৮টি হিসাবে রয়েছে ছয় কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৫)