একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ করা হয়।

রাজবাড়ী জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার শামিমা পারভীনের তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ফোর্স স্বচ্ছ,নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় ঢাকা রেঞ্জ অফিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমান।

পুলিশ সুপার শামিমা পারভীন টিআরসি প্রার্থী এবং তাদের অভিবাবকগণের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও তাদের পরিবারের কোন সদস্য যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সর্তক থাকার জন্য আহ্বান জানান।

প্রথম দিনের কার্যক্রম শেষে অ্যাডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমান চাকরি প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন। উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলেন।

নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

(একে/এএস/এপ্রিল ১১, ২০২৫)