রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটির ড্রাইভার আহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার অংশকে কেন্দ্র ধরে মহাসড়কটির আগে-পিছে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় বেশকিছু এম্বুলেন্স ও সরকারি গাড়ীসহ বহু যানবাহন ও যাত্রীদের অসহনীয় ভোগান্তিতে পড়তে হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ব্রীজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আকস্মিক কাল বৈশাখী ঝর, বজ্রপাত ও বৃষ্টির মধ্যে ভিজে কারিমপুর থানা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যানজট নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেন। পরে ফরিদপুর থেকে হাইওয়ে পুলিশের একটি র‌্যাকার এসে ট্টাকদু'টি হাইওয়ে থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনা কবলিত লোডেড ট্রাক দুটিকে আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন।

দুর্ঘটনায় খুলনামুখী ট্রাকটির ড্রাইভারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। ঢাকামুখী ট্রাকের ড্রাইভারটির পায়ে ব্যাথা পেলেও তার অবস্থা গুরুতর নয় বলেও জানান তারা।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ট্রাকদুটিতে থাকা কাউকে খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঘটনাস্থলকে কেন্দ্র করে হওয়া যানজটে নিরসনে সফল হয় হাইওয়ে পুলিশ এবং মহসড়কটিতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

(আরআর/এএস/এপ্রিল ১১, ২০২৫)