দিনাজপুরে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে মারধর, মহাসড়ক অবরোধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের কাহারোল উপজেলায় ইউএনও'র সম্মুখে ইউপি চেয়ারম্যান মালিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা তার ব্যবহৃত মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় ইউএন ও'র সম্মুখে আওয়ামীলীগ সমর্থিত সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মালিককে বিএনপির কতিপয় নেতা-কর্মী প্রকাশ্যে
নির্মম ভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে তার ব্যবহৃত মোটর সাইকেল জ্বালিয়ে দেয়।
স্থানীয় লোকজন আহত ইউপি চেয়ারম্যান মানিককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক।
এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে এর প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবোরোধ করে বিক্ষোভ শুরু করেছে মানিক চেয়ারম্যানের সমর্থক ও এলাকাবাসী। দু'ধারে আটকা পড়েছে অসখ্য যানবাহন। এতে চরম দূর্ভোগে পড়েছে দূর পাল্লার যাত্রীরা। এ পরিস্থিতি চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যস্ত সড়ক অবোরোধ ছিলো।
(এসএস/এসপি/এপ্রিল ১০, ২০২৫)