ওয়ানডেতে জ্যোতির প্রথম সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন ধরে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার সুলতানা জ্যোতি। দলের ব্যাটিং লাইনের অন্যতম ভরসাও এই উইকেটরক্ষক ব্যাটার। তবে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ তাড়া করছিল জ্যোতিকে। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ অধিনায়কের। থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল থাইল্যান্ড। যেখানে দুর্দান্ত নৈপুণ্যে দেখিয়েছিলেন জ্যোতি। নিজের প্রথম সেঞ্চুরির পাশাপাশি অপরাজিত থেকে দলকে রেকর্ড গড়া ২৭২ রানের বড় পুঁজি এনে দিয়েছেন তিনি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার ইশমা তানজিম। তবে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার ফারজানা হক।
দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ৭৫ বলে ফিফটি তুলে নেন ফারজানা। তবে এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন এই টাইগ্রেস ব্যাটার।
চতুর্থ উইকেটে শারমিনকে সঙ্গ দেন নিগার সুলতানা জ্যোতি। ৭৫ বলে ফিফটি তুলে দেন শারমিন। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৫ বলে নিজের অর্ধশতক পূরণ করেন টাইগ্রেস অধিনায়ক। শারমিন কিছুটা দেখে শুনে খেললেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন জ্যোতি। এতে বড় সংগ্রহের পথে এগোতে থাকে বাংলাদেশ।
সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যায় দুজনেই। বাউন্ডারি মেরে ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। কিন্তু ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় শারমিনকে। এতে শারমিনের ১২৬ বলের ৯৪ রান এবং জ্যোতির ৮০ বলের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।এটি টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ।
(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০২৫)