পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ, বিমান বন্দরে সংবর্ধধনা

মোঃ সিদ্দিকুর রহমান, স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সৌদিআরবের পবিত্র মক্কায় ওমরা পালন শেষে গত ৯ এপ্রিল দেশে ফিরেছেন। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাতে ঢাকা মহানগর উত্তর যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।
ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নেমে সাজ্জাদুল মিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। দলের ভিতরে বিভেদ, হিংসা রেষারেষি দূর করে একত্রে দেশের স্বার্থে কাজ করতে হবে।
সাজ্জাদুল মিরাজ আরো বলেন, মানুষের দুঃখে সুখে সকল প্রকার দুর্যোগে যুবদলসহ সকল জাতীয়তা বাদী শক্তিকে এগিয়ে আসতে হবে একই ছাতার নিচে। বিমানবন্দরে যুবদল নেতা মিরাজ মুসলিম উম্মাকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি আরও বলেন, গাজায় মুসলমানদের উপর ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা সকল মুসলমান দেশকে একত্রিত হয়ে প্রতিহত করতে হবে। সংবর্ধনার জবাবে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বিমানবন্দরে উপস্থিত সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
(এসআর/এসপি/এপ্রিল ১০, ২০২৫)