স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে অবিলম্বে গণহত্যা ও জবরদখল বন্ধের দাবি এবং ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাদা দলের সদস্য শিক্ষকরা বুকে কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, গত আট দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। আমাদের এর প্রতিবাদ জানাতে হবে। তবে শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদও জানাতে হবে, প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য সেখানে যাবো।

সাবেক উপাচার্য ইউসুফ হায়দার বলেন, শুধু ওপেকভুক্ত দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে এই যুদ্ধ বন্ধ না করলে আমরা পাশ্চাত্যে তেল পাঠাবো না, তাহলে মুহূর্তেই এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল। তিনি আক্ষেপ করে বলেন, মিডল ইস্টের কোনো কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। মুসলমানরা যদি মুসলমানদের পাশে না দাঁড়ায় তা খুবই দুঃখজনক।

আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক বলেন, পৃথিবীতে যদি আইন বলে কোনোকিছু থাকে তাহলে ইসরায়েলের এই আক্রমণ চলতে পারে না। আন্তর্জাতিক আইনের এমন কোনো ধারা নেই যা ইসরায়েল লঙ্ঘন করেনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন এখন মূল্যহীন হয়ে গেছে এই যুদ্ধের কারণে। যুদ্ধেরও নিয়ম আছে, সেখানে যুদ্ধের কোনো নিয়ম মানা হচ্ছে না। শিশুদের আক্রমণ করা হচ্ছে, নারীদের আক্রমণ করা হচ্ছে। তাই আমরা অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ চাই।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৫)