রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সদরের হাসিল গ্রামে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায়  দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত লেবু মিয়া ও মজনু মিয়াকে হত্যা ও অপহরণে জড়িত থাকায় যাবজ্জীবন এবং মরদেহ গুমের ঘটনায় সাত বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও তাদেরকে অর্থদণ্ড করা হয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো: আবু বকর সিদ্দিক এ দণ্ড দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নাজমুল হুদা জানান, ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে নিজের বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেন নি জামালপুর সদরের হাসিল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গাদু। নিখোঁজের পাঁচদিন পর ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বরে এক প্রতিবেশীর বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতর থেকে গাদুর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় একটি মাফলার প্যাঁচানো ছিল। মাফলারটি মজনু মিয়ার বলে শনাক্ত করা হয়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী লাইলী বেগম জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ১৩ জনকে আসামি করা হয়।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত দুই আসামি।

(আরআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)