সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার উপজেলা পরিষদ কক্ষে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, কাপাসিয়া উপজেলা বিএনপির সহ সম্পাদক এফ এম কামাল হোসেন, ফকির, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান প্রমুখ।

সভায় আলোচনা শেষে পহেলা বৈশাখ সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে দিন ব্যাপী বিভিন্ন কমসৃচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

(এসকেডি/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)