সালথা প্রতিনিধি : ফিলিস্তিনির গাজা ও রাফার উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বর্বরচিত হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সালথা সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ বুধবার সকালে কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সালথা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামচুল হক সবুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, সাব্বির আহমেদ রাকিব, সোহাগ হোসেন, সালথা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সহ অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, গাজা ও রাফার উপর ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ইসলামী দেশগুলোকে গাজা ও রাফার মুসলিম ভাই-বোনদেরকে ইসরাইলি আগ্রাসন হতে মুক্ত করতে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা গুলোকে এই যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। এছাড়াও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণের প্রতি ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন।

(এএন/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)