রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গাজায় বসবাসকারি ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরাইলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক তাসকিন আহম্মেদ চিশতি, শফিকুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইল কোন আইনের তোয়াক্কা না করেই হাজায় বসবাসরত ফিলিস্তিনিদের নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নির্বচারে গুলি ও বামা মেরে হত্যা করে চলেছে। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মারা গেছে। হাজা এখন জনমানবশূন্য। এ ঘটনায় বিশ্বের অনেক দেশ নীরবতা পালন করছে। কিন্তু বিএনপি এর প্রতিকার চায়। মানবতা বিবর্জিত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিহুর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। একইভাবে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা জজ জেলা প্রশাসকের সামনে যেয়ে শেষ হয়।

(আরকে/এএস/এপ্রিল ০৯, ২০২৫)