প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছেন একই পরিবারের চার সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার জঙ্গুরদী পূর্বপাড়ায় মাহাবুবুর রহমান মঞ্জুর বাড়িতে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় একাধিক দেশীয় অস্ত্র ও বিদেশী একটি এয়ারগান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাহাবুবুর রহমানের ছেলে জুবায়ের হোসেন হিমেল, স্ত্রী হামিদা বেগম ও মেয়ে নাজিবা আক্তার।

নগরকান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রসহ চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, গ্রেফতার হওয়া জুবায়ের হিমেল জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

তার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে আনন্দে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।

অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় যৌথ বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

(পিবি/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)