শেবাচিমে ৮ দিনে ১৮৫ রোগীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঈদের ছুটির গত আটদিনে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন কারনে ১৮৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮৫০ জন রোগী।
আজ মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন (৩০ মার্চ) এ হাসপাতলে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। ওইদিন এ হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন রোগী ভর্তি ছিলো। ঈদের দিন (৩১ মার্চ) এখানে ১৯ জন রোগীর মৃত্যু হলেও নতুন করে ভর্তি হন ৪৪৬ জন রোগী। ঈদের পরেরদিন (১ এপ্রিল) ১৮ জন রোগীর মৃত্যু হয়। নতুন করে ভর্তি হন ৫৯৪ জন রোগী। ২ এপ্রিল মৃত্যু হয় সর্বাধিক ২৮ জন রোগী। ওইদিন এ হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বাধিক সাতশ’ জন রোগী।
সূত্রে আরও জানা গেছে, ৩ এপ্রিল এ হাসপাতালে ২৩ জন রোগীর মৃত্যু হলেও নতুন করে ৫৮৯ জন রোগী ভর্তি হছেন। ৪ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ২৮ জন রোগীর। পাশাপাশি নতুন করে ভর্তি হয়েছেন ৫১১ জন। ৫ এপ্রিল ২৫ জন রোগীর মৃত্যু ও নতুন করে ৬৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। গত ৬ এপ্রিল এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন রোগী।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ঈদের সময় এ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুই হাজার রোগীর চিকিৎসার জন্য গড়ে ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক দ্বায়িত্ব পালন করেছেন। তবে ঈদের ছুটির সময় মৃত্যুর সংখ্যা একটু বেশি হলেও চিকিৎসা সেবায় কোন ক্রুটি হয়নি।
সার্বিক বিষয়ে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহামুদ হাসান বলেন, এ হাসপাতালে প্রতিদিন গড়ে সাত থেকে আটশ’ রোগী ভর্তি হয়ে থাকে। কোন কোন সময় ভর্তি রোগীর সংখ্যা আরো বেশি হয়।
তিনি আরও বলেন, ঈদের সময় যারা একেবারেই মুমূর্ষ অবস্থায় থাকে তাদেরকেই হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে। মোটামুটি কম অসুস্থরা এসময় হাসপাতালে ভর্তি হন না। তবে ঈদের ছুটিতে যে মৃত্যু হয়েছে তা স্বাভাবিক মৃত্যু বলেও তিনি উল্লেখ করেন।
(টিবি/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)