গাজায় গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : গাজায় চলমান ইতিহাসের নৃশংস গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের সহ বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতিসংঘ আজ নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও সমাবেশ থেকে সকল ইসরাইলি পণ্য বয়কটেরও আহবানও জানান তারা।
(এমজে/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)