ঈশ্বরদী প্রতিনিধি : বিশ্বের অন্যতম মুসলিম দেশ গাজায় নির্বিচারে গণহত্যায় মত্ত হয়েছে বিশ্বের আরেক অন্যতম মুসলিম পরাশক্তি ইহুদী দেশ ইসরাইল। ইসরাইল এর এই গণগত্যা বন্ধ, এর বিচার এবং বিশ্ব ব্যাপী ইসরায়েলী পণ্য বর্জ্যনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঈশ্বরদীর ধর্মপ্রাণ মুসলমান এবং আপামর জনতা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ও পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ শেষে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র রেলগেট গোলচত্বর এলাকায় এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা এসময় ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে বক্তারা বিশ্ব মোড়লদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, যে কোন মূল্যে গাজায় এই গণহত্যা বন্ধ করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। শুধু তাই নয় আমাদের মুসলমান ভাইদের রক্ত নিয়ে আর কোন হলি খেলা হলে আমরা সেটার উপযুক্ত জবাব দেবার জন্য সদা প্রস্তুত। এসময় বক্তারা ইসরাইলী সকল পণ্য বয়কটের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহ। বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খাঁন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমূখ।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)