ফরিদপুরের বাখুণ্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুর শহরের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডার শরীফ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জান উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয়।
বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল যারা প্রায় সবাই আহত। এর মধ্যে ৭ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রোকিব আরও জানান, আহত হয়েছেব অন্তত ৩১ জন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৭ জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- ১। জোয়াদ সরদার (৭০), পিতা- মাজের সরদার, সাং- শিয়াল কান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ২। ইমান সরদার (২২), পিতা- জোয়াদ সরদার, সাং- শিয়াল কান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ৩। মো. আজিবর (৪৫), পিতা- জহির উদ্দিন, সাং- পূর্ব ফকিরপাড়া, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট ৪। ভারতী সরকার (৪০), পিতা- নিরোধ সরকার, স্বামী- বলরাম সরকার, সাং- সন্তোষী, পোস্ট- তালমা, থানা- নগরকান্দা, জেলা: ফরিদপুর, ৫। আলম (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- হাজিগঞ্জ, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর ৬। দিপা খান (৩৪), পিতা- মোসলেম হাওলাদার, সাং- কাঠিয়া বড়গ্রাম, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর এবং ৭। ফকিরুন্নেসা (৬০) স্বামী- আব্দুল লতিফ মিয়া, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক গাড়িটিকে উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
(আরআর/এএস/এপ্রিল ০৮, ২০২৫)