ঈশ্বরদীতে চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার, মূলহোতা গ্রেফতার
.jpg)
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ব্যাটারী চালিত চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার এবং চোরাই সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ এর নের্তৃত্বে সোমবার (৭ এপ্রিল) পুলিশের ধারাবাহিক অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুজানগর থানার নাজিরগঞ্জ হতে আটো বোরাক গাড়ি চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন (২৮) গ্রেফতার করা হয়েছে। রুবেল কুষ্টিায়া জেলার কুমারখালি থানার মহন্দ্রেপুর গ্রামের আজিজুল সরদারের পুত্র।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, গত ৫ এপ্রিল মশুড়িয়া পাড়ার আটো বোরাক গাড়ি চালক রতন ইসলাম দুপুরের দিকে ভেলুপাড়া ব্রিজের পশ্চিম পাশে যাত্রী নামিয়ে চায়ের দোকানে চা পান করতে যায়। চা পান শেষে এসে দেখে গাড়ীটি নেই। এঘটনায় থানায় চুরির মামলা দায়ের হয়। পাবনার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ঈশ্বরদী থানার ওসির নের্তৃত্বে চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুজানগরের নাজিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। এসময় পাঁচটি ব্যাটারি সংযুক্ত থ্রি হুইলার নীল রংয়ের চোরাই অটো বোরাক গাড়িটি উদ্ধার হয়।
ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, গ্রেফতারকৃত রুবেল পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলের ব্যাটারী চালিত অটো বোরাক গাড়ি চোর চক্রের মূল হোতা। অটো চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
(এসকেকে/এসপি/এপ্রিল ০৭, ২০২৫)