সুবর্ণচরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলার চর হাসান ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল (সোমবার) বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোরবান আলীর সঞ্চালনায় এবং চর হাসান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু্ল খায়ের আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল্যাহ মিয়া, বিশেষ অতিথি সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর নাহার বেগম, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক উল্যাহ মেম্বার প্রমূখ।
পরে অতিথিরা শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির পক্ষ থেকে পরিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন।
(আইইউএস/এএস/এপ্রিল ০৭, ২০২৫)