নড়াইল প্রতিনিধি : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগণ  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

সোমবার (৭ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি লোহাগড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ,জয়পুর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা ইতিহাসে নজিরবিহীন। নারী-শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ।” তারা অবিলম্বে এই বর্বরতা বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো মিলু শরিফ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও. কাজী হাদিউজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারী হাফেজ মাও. ইমরান হুসাইন প্রমুখ।

সমাবেশ শুরুর আগে ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(আরএম/এএস/এপ্রিল ০৭, ২০২৫)