পঞ্চগড় প্রতিনিধি : গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম মানবতা বিরোধী হণহত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও  'নো ওয়ার্ক, নো স্কুল ও প্রতিবাদী গণ- বিক্ষোভ  কর্মসূচি ও সমাবেশ করেছে পঞ্চগড়ের হাজারো জন-মানুষ। ৭ এপ্রিল সোমবার দুপুর থেকে বিকাল সাড়ে চারটা নাগাদ এই কর্মসূচি চলে। 

ঈদের দীর্ঘ বন্ধের পর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আজ ক্লাস বসার কথা থাকলেও তা আর বসেনি। বেলা দুইটার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে উঠে আসে সর্বস্তরের জনমানুষ।

আড়াইটার দিকে ঢাকা থেকে তেঁতুলিয়া মহাসড়কের সংযোগ করতোয়া ব্রিজের উভয় পাশে শতশত প্রতিবাদী মানুষের চাপে অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক।এসময় মুহুর্মুহু স্লোগান প্রকম্পিত হয়ে উঠে এলাকা। ইসরায়েলী বাহিনীদের নির্মম হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান রেখেই মিছিল চলে সর্বক্ষণ।এসময় ব্রিজের দুপাশে শতশত যানবাহন আটকে পড়ে।সময় যতই গড়াতে থাকে দলে দলে ছাত্র জনতা,কৃষক-শ্রমিক,কুলি মজুর, শিশু-কিশোর, বয়োঃবৃদ্ধ, আবাল বৃদ্ধ -বনিতা নারী পুরুষরা শহরে উঠে আসে।একসময় পঞ্চগড় মিছিলের শহরে পরিনত হয়।পরে মিছিলের একটি বৃহৎ অংশ বিকালে জজ কোর্ট সংলগ্ন এলাকা থেকে মার্চ করে পঞ্চগড় কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়।চলে সংক্ষিপ্ত সমাবেশ।

এসময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেক বার,উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবারসহ বিভিন্ন শব্দ ধ্বনির।

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আ.ন.ম আব্দুল করিম, আলহাজ্ব মাওলানা মো.আব্দুল হাই,হাফেজ মীর মোরশেদ, মুহাম্মদ জুলফিকার রহমান, অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, ফজলে রাব্বি সহ বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ইসলামিক সংগঠনে ব্যক্তিবর্গরা।

সমাবেশে বক্তারা বলেন,আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। আমাদের একত্রিত হতে হবে। মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের উপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন সারা বিশ্বের মুসলিম নিধন শুরু হবে। পার পাবে না, সৌদি, মিশরসহ পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর মানুষরা। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করুন। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিজ্ঞা করতে হবে ইসারায়েলি সব পণ্য বর্জন করবো। দিনের পূর্বাহ্নে কর্মসূচি ওপেন হয় পঞ্চগড় যুব সমাজ, ইসলামী আন্দোলন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ব্যানারে বিক্ষোভ মিছিলের মাধ্যমে। মিছিলের অগ্রভাগে গাছায় নিহত নিষ্পাপ, নিষ্কলুষ শিশুদের কাফানে মোড়না প্রতীকি মূর্দা প্রদর্শন করা হয়।

(এআর/এএস/এপ্রিল ০৭, ২০২৫)