কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা তাঁর বিরুদ্ধে গরীব মহিলার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেবার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সোমবার, ৭ এপ্রিল দুপুরে উপজেলার সাতৈর বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুবাস সাহা । সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুবাস সাহা বলেন, কিছু কুচক্রী মহল আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষে হত দরিদ্র সামেলা নামের এক মহিলাকে দিয়ে বাড়ি পোড়ানোর অভিযোগে বোয়ালমারী থানায় অভিযোগ দায়ের করান এবং বিভিন্ন পত্রিকায় ভিত্তিহীন কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করান।

জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেলাহাটি গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক শেখ তার স্ত্রী সামেলাকে নিয়ে বিগত ১০/১২ বছর সুবাস সাহা ও রেলেরওয়ের জায়গার আংশিক দখল করে বসবাস করে আসছিলো।

সামেলার স্বামী সিদ্দিক শেখ সংবাদ সম্মেলনে স্বশরীরে উপস্থিত হয়ে বলেন, আমার স্ত্রীকে দিয়ে একটি মহল এ জঘন্য কাজ করিয়েছে। ঘটনার দিন সকালে আমার স্ত্রী ঘরের মালামাল সাতৈর বাজারে আমার কর্মস্থলে রেখে যায়। পরে রাতে শুনি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় সুবাস সাহা জড়িত না। তিনি আরো বলেন, বাড়িটি জীর্ণশীর্ণ এবং বাসের অনুপযোগী হয়ে যাওয়ায় সুবাস সাহা আমাদের বাড়ি তৈরীর জন্য ৩০ হাজার টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে নতুন একটি ঘর তৈরী করেছি। আমরা সে ঘরে যাওয়ার আগেই আমার স্ত্রী অন্যের কুপরামর্শে এ ঘটনা ঘটিয়েছে। এখন আমার স্ত্রীর খোঁজও পাচ্ছিনা। সুবাস সাহা একজন ভালো লোক। তাকে ফাঁসাতে আমার স্ত্রীকে ব্যবহার করেছে ওই মহলটি।

সাংবাদিকদের প্রশ্ন, সেই মহলটি বলতে কাদেরকে বুঝাতে চেয়েছেন? সুবাস সাহা বলেন, বিগত ফ্যাসিস্ট পতিত সরকারের দোসর। আপনি কি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন? তিনি বলেন,আমি ২০২১ সালে আওয়ামীলীগ থেকে পদত্যাগের পর কোন দলে যোগ দেইনি। বাল্যবন্ধু বিএনপি নেতা সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছি। সাংবাদিকরা আওয়ামীলীগ থেকে পদত্যাকের স্বপক্ষে প্রমাণ চাইলে তিনি দেখাতে পারেননি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সুবাস সাহা, সামেলার স্বামী সিদ্দিক শেখ, জিয়া মেম্বর, বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন প্রমুখ।

(কেএইচএফ/এএস/এপ্রিল ০৭, ২০২৫)