নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক মাজলুম মুসলিম হত্যা ও ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে নগরকান্দায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার সদর নগরকান্দা বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে সামনে ইসলামী তৌহিদী জনতার উপস্থিতিতে ইসরাইল বিরোধী প্রতিবাদ সমাবেশ শেষে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তৌহিদ জনতা।এ সময় বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দোকানদারদের ইসরাইলদের পন্য বিক্রি করতে বারণ করেন।ক্রেতাদের কে ইসরাইলদের পণ্য কিনতে নিষেধ করেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন হাফেজ মোঃ নুরুল আমিন,মুফতি মুস্তাফিজুর রহমান,হাফেজ আবু তালহা,ছাত্র সমন্বয়ক নাজমুল, সাইফুল ইসলাম প্রমুখ।

(পিবি/এএস/এপ্রিল ০৭, ২০২৫)