রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্যের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

একে আজাদ, রাজবাড়ী : জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজবাড়ী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা ও দায়রাজজ আদালতে ম্যাজিস্ট্রেট তামজিদ আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়,গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেলে উল্লেখিত এজাহারনামীয় আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও গুলি করে। এ ছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা।
রাজবাড়ী জেলা ও দায়রাজজ আদালতে পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২) বলেন, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে এই মামলার অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গত রবিবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে সাবেক এই সংসদ সদস্য কে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
(একে/এএস/এপ্রিল ০৭, ২০২৫)