আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেছেন, তিনি তার সরকারকে মার্কিন আমদানির ওপর সমস্ত শুল্ক স্থগিত করার নির্দেশ দেবেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মানাঙ্গাগওয়া বলেন, “এই পদক্ষেপের লক্ষ্য জিম্বাবুয়েতে আমেরিকান আমদানি বাড়ানো এবং জিম্বাবুয়ের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচার করা।”

তিনি আরো বলেন, “এই পদক্ষেপ ন্যায়সঙ্গত বাণিজ্য এবং বর্ধিত দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোর প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।”

পারস্পরিক শুল্ক দেশীয় কর্মসংস্থান ও শিল্পকে রক্ষা করে উল্লেখ করে মানাঙ্গাগওয়া বলেন, “জিম্বাবুয়ে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এবং কারো সাথেই প্রতিকূল সম্পর্ক গড়ে না তোলার নীতি বজায় রাখে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্বাবুয়েসহ কয়েক ডজন দেশ এবং অর্থনৈতিক অঞ্চল থেকে আমদানির ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে জিম্বাবুয়ে ১৮ শতাংশ সারচার্জের মুখোমুখি হবে।

ইউরোপীয় ইউনিয়ন ২০ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হবে। চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ এবং ভারত ২৬ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে।

কিছু দেশ, যেমন তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, মিশর এবং সৌদি আরবকে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করা হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৫)