নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজে নাসির

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির হোসেন। তার ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য নির্ধারিত শর্তগুলি সফলভাবে পূরণ করার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।
৩৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার আজ মাঠেও নেমে গেছেন। সোমবার (৭ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন নাসির। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স। দলটির একাদশে সুযোগ পেয়েছেন নাসির। ইনিংসের প্রথম ওভারটিও করেন তিনি।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। তথ্য গোপন করায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করার প্রেক্ষিতে ২০২৫ সালের ৭ এপ্রিল তার ক্রিকেটে ফেরার কথা ছিল। সময় ক্ষেপণ না করে আজই মাঠে নেমে গেছেন।
প্রায় সাত বছর ধরে জাতীয় দলের বাইরে নাসির। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে হওয়া টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির। আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি আইন ভঙ্গের অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। চার মাস ধরে তার বিরুদ্ধে তদন্ত করে আইসিসি। ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করে সেটি দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের জানাননি নাসির।
(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৫)