বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইট বোঝাই অবৈধ ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় চালকের বন্ধু গুরুতর আহত হয়। আজ রবিবার উপজেলার কাজীপাড়া ইউনিয়নের কাছিপাড়া বােরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক কাছিপাড়া ইউনিয়নের নাজেম রাঁড়ীর পুত্র মোঃ নিজাম রাঁড়ী (২২) ও আহত বন্ধু সিংহেরাকাঠী গ্রামের শাহাবুদ্দিন হাং-এর পুত্র মোঃ তরিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, তাদের দুইজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক নিজাম রাঁড়ীকে মৃত বলে ঘোষণা করেন। পরে গুরুতর আহত তরিকুল ইসলামকে বরিশাল সাগরদী মেডিকেলে ভর্তি করা হয়।
স্থানীয়রা আরো জানায়, ঘটনার সাথে সাথে ট্রলি গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। অবৈধ ট্রলিগাড়ির সংঘর্ষে প্রতিবছর এই সড়কে দুই একজন মারা যায় ও বহু লোক আহত হয়েছে। এ নিয়ে কাশিপাড়া ইউনিয়নবাসী বেশ কয়েকবার মানববন্ধন করেও অবৈধ ট্রলি গাড়ি বন্ধ করতে পারেনি। স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন এই ট্রলি গাড়ি কেন বন্ধ করে না তা স্থানীয় জনগণের বোধগম্য নয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আর কত মানুষের জীবন গেলে ও পঙ্গু হলে এই অবৈধ ট্রলি গাড়ি বন্ধ করবে প্রশাসন। ট্রলি গাড়ির আঘাতে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি রাস্তা দ্রুত সময়ের মধ্যে ট্রলি গাড়ি বন্ধের আহ্বান জানায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
(এফ/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)