সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট রামপাল উপজেলার হোগলডাঙ্গায় বিএনপি নেতা ফকির আজিম উদ্দিনসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। ২৯ মার্চ বিকালে হোগলডাঙ্গা গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পূর্ব পপরিকল্পিত ভাবে বিএনপি নেতা ফকির আজিম উদ্দিন ও তার মেয়ে কুলসুম বেগমসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। কুলসুম বেগমের শ্লীলতাহানি ঘটায়। এ সময় প্রতিবেশী খাদিজা বেগম, হাবিবুর রহমান গাজী ও সাকিব আল হাসান আহত হয়। আহতাবস্থায় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউনিয়ন বিএনপি নেতা আজিম উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে সন্ত্রাসীদের নামে রামপাল থানায় মামলা করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এতথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার দায়েরকৃত মামলায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মান্নান গাজী, তার ছেলে ইমরান গাজী, শাফিন গাজী, দুলাল গাজী, নান্নু গাজী, আব্দুল কাদেরসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফকারে পুলিশ অভিযান চালাচ্ছে।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)