সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় দুস্থ ও পথশিশুদের নিয়ে ঈদ পুণর্মিলনী উদযাপন করেছে ‘কান্ডারী’ নামে প্রবাসীদের একটি সহায়তা সংগঠন। 

আজ রবিবার দুপুরে রায়েন্দার সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইসাহাক আলী মোল্লার উপজেলা সদরের রায়েন্দা বাজারের বাস ভবনে এই ঈদ পুণর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কান্ডারীর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে দেড় শতাধিক শিশু অংশ নেয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী মোল্লার সভাপতিত্বে ঈদ পুণর্মিলন অনুষ্ঠানের কান্ডারী’র প্রতিনিধি মালটা প্রবাসী ইঞ্জিনিয়ার আলিম আল রেজা মুন্না ও ব্যবসায়ী আলিম আল রাজি মুক্তি বক্তব্য রাখেন। পরে দেড় শতাধিক পথশিশুদের হাতে উন্নত খাবার তুলে দেয়া হয়। এসব শিশুদের ঈদের আগে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছিল সংগঠনটি।

কান্ডারী প্রতিনিধি আলিম আল রেজা মুন্না জানান, আমরা যারা প্রবাসে থাকি তারা সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত শিশুদেরকে কান্ডারী সংগঠনের মাধ্যমে সহযোগীতা করার চেষ্টা করছি। যাতে তারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়ে প্রথমবার আমরা উদ্যোগটি নিয়েছি। দুস্থ ও পথশিশুদের নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করার ইচ্ছা রয়েছে আমাদের।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)