ডাসারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে সনমন্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
আজ রবিবার দুপুরে সেনাবাহিনীকে সাথে নিয়ে এই অভিযান চালান ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় এলাকার খালের পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেখানে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এতে করে খালের পরিবেশ দুর্ষন হচ্ছে। এছাড়াও খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানি প্রবাহ বন্ধ হয়ে যায় গেছে। তাই সেনাবাহিনীর সহয়তায় খালের পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছিলো। কিন্তু কেউ তা সরিয়ে নেয়নি। এ জন্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের অভিযান জনস্বার্থে নিয়মিত চলমান থাকবে।
(এএসএ/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)