বাগেরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ভ্যানচালককে গাছে ঝুলিয়ে গণধোলায়
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয়রা ভ্যানচালক রিপন শেখকে (২৬) আটক করে গাছে ঝুলিয়ে গণধোলায় দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী এলাকায় শিশুটির বাড়ির পাশে এ ঘটনা ঘটে। রিপর শেখ একই এলাকার আলতাফ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রঘুদত্তকাঠী এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কান্নার শব্দ শুনে শিশুটির বাবা কাছে গিয়ে দেখতে পায় তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে এলাকার ভ্যানচালক রিপন শেখ। এসময়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা ভ্যানচালক রিপন শেখকে আটক করে। পরে উত্তেজিত জনতা রিপন শেখকে গাছে ঝুলিয়ে গণধোলায় দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে ভ্যানচালক রিপন শেখকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। শনিবার বিকালে আটককৃত রিপনকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
(এস/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)